বাংলাদেশের খবর

আপডেট : ১২ জুলাই ২০২০

মুন্সীগঞ্জে গর্ভবতী মায়েদের সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা প্রদান 


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া। প্রায় দুই শতাধিকের বেশি গরিব, দুঃস্থদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 

রোববার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার শ্রীনগর সরকারি কলেজে নারীদের এই সেবা প্রদান করা হয়।  

সেনাবাহিনীর ২২ সদস্যের একটি মেডিকেল টীম এই সেবা প্রদান করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা পরীক্ষা, করোনা পরীক্ষা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। এছাড়া আগতদের উপহার সামগ্রীও দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মো:  ফখরুল আলম(ফিল্ড এম্বুলেন্স), গাইনি বিশেষজ্ঞ মেজর রাজিয়া প্রমুখ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১