বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুলাই ২০২০

করোনায় মারা গেলেন সিএমপি উপকমিশনার মিজানুর


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত উপকমিশনার মিজানুর রহমান মারা গেছেন।

আজ সোমবার রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জানান, বিসিএস ২২তম ব্যাচের পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান গত ২৮ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, ভোররাত ৩টা ৪১ মিনিটে মিজানুর মারা যান।

কর্মজীবনে তিনি ঝিনাইদহ পুলিশ সুপারের দায়িত্বও পালন করেন। রাজারবাগ পুলিশ লাইনে নামাজে জানাজার পর তাকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে।

মিজানুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১