বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুলাই ২০২০

চাঁদপুরে আরো ১৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৬৬


চাঁদপুরে আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬ জন, মতলব দক্ষিণের ১ জন, মতলব উত্তরে ৩ জন, হাইমচরের ৪ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৬ জনের।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, সোমবার ৫৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪২টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১ হাজার ২৯৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হল: চাঁদপুর সদরে ৫০২ জন, ফরিদগঞ্জে ১৫৩ জন, মতলব দক্ষিণে ১৪৭ জন, হাজীগঞ্জে ১৩০ জন, শাহরাস্তিতে ১২৮ জন, হাইমচরে ৯৭ জন, মতলব উত্তরে ৮৮ জন ও কচুয়ায় ৫৪ জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, মতলব উত্তরে ৮ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১