বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুলাই ২০২০

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক


দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, মরহুম নুরুল ইসলাম বাবুল ছিলেন গুণগত শিল্পায়নের একজন পথিকৃৎ। দেশে জ্ঞানভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থানে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। যমুনা গ্রুপের অধীনে ৪০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। বরেণ্য এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে শিল্পখাতের অপূরণীয় ক্ষতি হলো বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী মরহুম নুরুল ইসলাম বাবুলের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সোমবার বিকেলে রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১