বাংলাদেশের খবর

আপডেট : ১৪ জুলাই ২০২০

মাশরাফির করোনাজয়, স্ত্রী এখনও পজিটিভ


অবশেষে তৃতীয় দফায় করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে নিজের করোনামুক্তির কথা জানান তিনি।

তিনি বলেন,  ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

তবে মাশরাফির স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ বলে তিনি জানান।

‘সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি,’ বলেন মাশরাফি।

এর আগে গত ৩০ জুন দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি এবং সে পরীক্ষার ফলাফলও পজিটিভ আসে।

গত ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করার পর পরেরদিন বিকালে মাশরাফির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১