বাংলাদেশের খবর

আপডেট : ২২ জুলাই ২০২০

চট্টগ্রামে সোনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ১


বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য পরিচয় দিয়ে মোট আড়াই লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার  বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।

আটক আসামি হলেন মোঃ মিজানুর রহমান (২৫)। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন পিতা মোঃ মিয়ার ছেলে।

র‍্যাব-৭ সহকারী পরিচালক ফেনী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নুরুজ্জামান জানান, গত ২১ জুলাই মো. বায়েজীদ হোসাইন (২২) চট্টগ্রাম র‍্যাব-৭ এ অভিযোগ করেন যে, মো. মিজানুর রহমান (২৫) নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে মোট আড়াই লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেবে বলে তাকে প্রলোভন দেখায়। এরপর ধাপে ধাপে দেড় লাখ টাকা এবং ভিকটিমের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অন্যান্য কাগজের ফটোকপি জমা নেন। পরে গত ২১ জুলাই বিকালে ভিকটিমকে সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র দেয়ার কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে আসতে বলে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে প্রতারক মিজানুরকে আটক করা হয় ।

তিনি আরও জানান,আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে মিথ্যা সেনাসদস্য হিসেবে পরিচয় দেয়া ও চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার কথা স্বীকার করে। এসময় আসামীর দেহ তল্লাশী করে ১ টি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ১ টি ভূয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামীকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১