বাংলাদেশের খবর

আপডেট : ৩১ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ২ জনের মৃত্যু


গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৬ জন। বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৭ জন। এদের মাঝে ৫২ জন করোনা পজেটিভ এবং ৭৫ জন করোনা উপসর্গ। ৫২ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী।

নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৬ জন পুরুষ ও ৩ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে গতকাল নমুনা পাঠানো হয়েছে ২৬১টি। আর রিপোর্ট পাওয়া গেছে ১৭০টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫২ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ৪৫৯ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৯৪৩ জন। সর্ব মোট নমুনা পাঠানো হয়েছে ২৫ হাজার ২৯৭টি। সর্বমোট রিপোর্ট প্রাপ্তি ২৫ হাজার ১২৮টি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১