বাংলাদেশের খবর

আপডেট : ৩১ জুলাই ২০২০

বাউফলের ১৯ গ্রামে ঈদ উদযাপন


পটুয়াখালীর বাউফলের ধাউড়াভাঙা, গোসিংগা, কনকদিয়া, রাজনগর, চন্দ্রপাড়া, দ্বীপাশা, সুরদী, অমিরাবাদ, তাঁতেরকাঠী, সাবুপুরা, বামনীকাঠী, শাপলাখালীসহ ১৯ গ্রামের ৫ শতাধিক পরিবারের প্রায় ২০ হাজার মানুষ প্রতি বছরের মতো একদিন আগে আজ শুক্রবার ঈদুল আযহা উদযাপন করছেন।

সকাল সাড়ে ৮টায় শাপলাখালির শাহ ছুফি মমতাজিয়া সুন্নিয়া জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের সর্ববৃহত জামাতের ইমামতি করেন শাহ ছুুফি মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। ঈদের নামাজ শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও পশু কোরবানি করা হয়।

মাওলানা আবু সাঈদ চৌধুরী জানান, সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করছেন তারা। এরা চট্টগ্রামের এলাহাবাদের চন্দনাইসের জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরিফ ও বাঁশখালীর মীরজাকিল শরীফের (তরিকায় কাদরিয়া-চিশতিয়া) পীরের অনুসারী। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করেন। নামাজ স্থানীয় সময় আর রোজা ও ঈদ চাঁদ দেখার ওপর ভিত্তি করে পালন করতে হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১