বাংলাদেশের খবর

আপডেট : ০১ আগস্ট ২০২০

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৫৮০ অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ


নোয়াখালীর সেনবাগ উপজেলার অজুনতলা ও ডমুরুয়া ইউনিয়নের ৫৮০ জন হতদরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠি পরিবারের মাঝে ঈদ উপহার কোরবানীর মাংস, পোলাউর চাল, আলু, তেল, মসলা, সাবান ও মাস্ক বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

শনিবার দুপুরে সেনবাগ উপজেলার অজুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারের ইউপি পরিষদ কার্যালয়ের সামনে ছিন্নমূল বেদে সম্প্রদায় ও ভাসমান লোকজনের মাঝে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. হারুন।

এ সময় উপস্থিত ছিলেন অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজাহান, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি, বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ মোঃ নুরুল হুদা, সমাজসেবক মির্জা সোলেমান, ব্যবসায়ী মোঃ হারুন, মোঃ ইয়াছিন, হোসেন শহীদ সরওয়াদ্দি,মিজানুর রহমান, মসজিদের ইমাম মোঃ জসিম ঊদ্দিন,

পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা হতদরিদ্র,অসহায় পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার মাংস, পোলাউর চাল, আলু, তেল, মসলা, সাবান ও মাস্ক পৌছে দেন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১