বাংলাদেশের খবর

আপডেট : ০৩ আগস্ট ২০২০

চট্টগ্রামে কোরবানির মাংস বিতরণ করলেন চসিক


চট্টগ্রামে ৫০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করলেন চট্টগ্রাম সিটি রেডক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম নাছির উদ্দীন। আজ সোমবার সকালে আন্দরিকল্লার চসিক নগরভবনের পার্কিং লটে টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোরবানীর মাংস বিতরণ করা হয়।

এ সময় চসিক মেয়র বলেছেন, প্রতিবার কোরবানি দিয়ে আসা অনেক পরিবারের পক্ষে করোনা মহামারীর কারণে এ বছর হয়ত কোরবানি দেয়া সম্ভব হয়নি। আবার সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোরবানি দেয়ার সামর্থ্য নেই। এ বিষয়গুলো বিবেচনা করে, কোরবানি বঞ্চিত সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম একটি উদ্যোগ গ্রহণ করেছে টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

তিনি বলেন, সামর্থ্যবানদের কোরবানীর মাংস সামর্থ্যহীনদের ঘরে রহমত হিসেবে পৌঁছে যাক।

মাংস বিতরণকালে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি রেডক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদক আবদুল জব্বার, চট্টগ্রাম সিটি রেডক্রিসেন্ট ইউনিট মোহাম্মদ ইয়াহিয়া বখতিয়ার, টার্কিশ রেডক্রিসেন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অডিনেটর ইজিগিত মেরাজ টোকাত, সিনিয়র এডমিন অফিসার শাহিন হোসাইন, জসিম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। আজ ৫শ পরিবারের মাঝে এই কোরবানির মাংস তুলে দেয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১