বাংলাদেশের খবর

আপডেট : ০৫ আগস্ট ২০২০

চোরের দশ দিন, গৃহস্থের এক দিন...!


পটুয়াখালীর বাউফলের সুলতানাবাদ গ্রামে নাইমুল (২০) নামে এক পেশাদার চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নাইমুল ওই গ্রামের কাশেম চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, সিঁধ কেটে গ্রামের আনছার হাওলাদারের বসতঘর থেকে নগদ ৭ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল চুরির পর স্থানীয়দের হাতে আটক হয়। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে রাস্তায় খুঁটির সঙ্গে বেঁধে রাখে নাইমুলকে। এ সময় নাইমুল জনসমূখে একই গ্রামের সামসুল হক চৌকিদারের ছেলে রাতুলের (৩০) নির্দেশনায় সঙ্গবদ্ধ একটি দলের সঙ্গে চুরিসহ বিভিন্ন দূর্বৃত্তায়নে জড়িত স্বীকার করে। পরে খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয় তাকে।

সম্প্রতি সিঁদেল চুরির মতো এলাকায় টানা দশ দিন অহরহ ঘটছে বিভিন্ন চুরির ঘটনা। তাই ‘চোরের দশ দিন, গৃহস্থের এক দিন’ উল্লেখ করে পেশাদার চোর নাইমুল ও তার সঙ্গী রাতুলসহ দলের মুল উৎপাটনের দাবি জানায় স্থানীয়রা।  

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ‘চুরির অভিযোগে এর আগেও একাধিকবার হাজত খেটেছে নাইমুল।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১