বাংলাদেশের খবর

আপডেট : ০৭ আগস্ট ২০২০

অফিস-আদালত খুলে কোটি কোটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: রিজভী


অফিস-আদালত খুলে সবাইকে যোগদানের নির্দেশ দিয়ে সরকার কোটি কোটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ভয়ঙ্কর মরণযজ্ঞ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে কুড়িগ্রামে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, ‘করোনার মধ্যে সরকার অফিস-আদালত খুলে দিয়েছে। সরকার বলছে ২৫ শতাংশ লোক আসলেই হবে। কিন্তু তারা সব লোককে অফিসে আসতে বাধ্য করছে। এই সরকারের ব্যর্থতার কারণে সারাদেশে করোনা ছড়িয়ে পড়ছে। দেশের স্বাভাবিক অবস্থা বোঝানোর জন্য করোনা আক্রান্ত হচ্ছে না বলে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

এসময় অন্য কোনো দেশের চামড়া শিল্পের জন্য নিজ দেশের চামড়া শিল্পকে সরকার পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, ‘এবার আমরা দেখেছি কোরবানির চামড়া নিয়ে তেলেসমাতি। কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় আবারও প্রমাণিত হয়েছে এই সরকার গরিব অসহায় এতিমদের পিষে মারছে। সরকার ট্যানারি মালিকদের কোনো রকম সহযোগিতা করেনি। ঋণ না দেয়ায় ট্যানারি মালিকরা চামড়া ক্রয় করেনি। সরকার পরিকল্পিতভাবে চামড়ার শিল্পকে ধ্বংস করছে। এর উদ্দেশ্য হলো অন্য কাউকে, অন্য কোনো দেশের চামড়া শিল্পের বিকাশে সহায়তা করা।’

বিএনপির এ নেতা আরও অভিযোগ করে বলেন, ‘সরকারের ভুল নীতির কারণে একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। বৈদেশিক ঋণ কমে যাচ্ছে। মেগা প্রজেক্টের নামে দুর্নীতির মহোৎসব চলছে। এতে সাধারণ মানুষ দিনদিন কর্মহীন হচ্ছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১