বাংলাদেশের খবর

আপডেট : ০৭ আগস্ট ২০২০

কাউখালীতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


পিরোজপুরের কাউখালীতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে পূবালী-৭ নামে একটি লঞ্চকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমান করেছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এই জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, শুক্রবার মঠবাড়িয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে পূবালী-৭ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে কাউখালী ঘাটে যাত্রী নেওয়ার জন্য লঞ্চটি ভেড়ে। এসময় লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লঞ্চটিকে দশ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত যাত্রী বহন করবে না- এমন মুচলেকা রেখে পরে লঞ্চটিকে ছেড়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক। শুক্রবার কাউখালী লঞ্চ ঘাট থেকে ৫টি লঞ্চ যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, পূবালী-৭ লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লঞ্চটিতে ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১