বাংলাদেশের খবর

আপডেট : ১০ আগস্ট ২০২০

প্রতি লাখে ৩৬ জন যক্ষ্মায় মারা যায়


বাংলাদেশে এখনো প্রতি বছর ২২১ জন মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। প্রতি লাখে যক্ষ্মার কারণে দেশে প্রতি বছর মৃত্যু হয় ৩৬ জন। যক্ষ্মা থেকে মুক্ত থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস।

সোমবার কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে নাটাব কুমিল্লার আয়োজনে যক্ষ্মা রোগ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তাগণ এ কথা বলেন। কুমিল্লার সিভিল সার্জন ডা.নিয়াতুজজামান প্রধান অতিথি হিসেবে এ সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলার সহ-সভাপতি ডা. মো.আবদুস সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান।

এতে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা.আতোয়ার রহমান,নাটাব কুমিল্লার যুগ্ম সম্পাদক আলী আকবর মাসুম,সদস্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অংকুর দত্ত,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমা,সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১