বাংলাদেশের খবর

আপডেট : ১১ আগস্ট ২০২০

কাশিয়ানীতে সুইচ খাল দখল মুক্ত করলেন এসিল্যান্ড


গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে খুটির খাল দখল মুক্ত করার পর এবার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া সুইচ খাল দখল মুক্ত করলেন এসিল্যান্ড আতিকুল ইসলাম।

জানা গেছে,কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত একের পর এক সরকারি খাল দখলে করে নেয় এলকার প্রভাবশালীরা। একে একে খালগুলি উদ্ধার করার উদ্যেগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সদরের কুটির খাল উদ্ধারের পর এবার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া সুইচ খাল দখল মুক্ত করেছেন সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।

ভাটিয়াপাড়া বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী সুইচ খালের জমিতে অবৈধ দখলকারিদের স্থাপনা সরিয়ে নিতে প্রথমে নোটিশ করেন ওই কর্মকর্তা। সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতেৃত্বে মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তার উপস্থিতিতে ঘর মালিকরা নিজেদের ঘর নিজেরাই একের পর এক সরিয়ে নিতে থাকে।

সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান,সরকারি খালের জমি থেকে সকল প্রকার স্থাপনা সরিয়ে নিতে হবে। একটি স্থাপনা থাকতে অভিযান বন্ধ হবে না। আগামী তিনদিনের মধ্যেই এই খালটি সম্পূর্ণ ভাবে দখল মুক্ত করা হবে।

তিনি আরো জনান, খুব তাড়াতাড়ি কাশিয়ানী উপজেলা সদর বাজার সংলগ্ন এক একর তের শতাংশ বেদখল দেবতর সম্পত্তি উদ্ধারের চেষ্টা করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১