বাংলাদেশের খবর

আপডেট : ১১ আগস্ট ২০২০

এবারের পিইসি পরীক্ষা বাতিল বিষয়ে প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে


করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পঞ্চম শ্রেণিতে এবারের  সমাপনী পরীক্ষা বাতিল করা হবে কী না এবং প্রাথমিক শিক্ষার সার্বিক বিষয়ে কী করা যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ার বিষয়ে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ে কোনো প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়নি। খবর ইউএনবির।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের একটি বৈঠক হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে এবার প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা নেব কী না এবং প্রাথমিক শিক্ষায় সার্বিক বিষয়ে পরিকল্পনা কি হবে। এই বিষয়ে একটি সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।’

একই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য কোনো প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তও হয়নি।

‘চলতি সপ্তাহে একটি বৈঠক হবে। সেই বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল খোলা ও পরীক্ষা বিষয়ে কি করা যায় আলোচনা হবে,’ যোগ করেন মাহবুব হোসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১