বাংলাদেশের খবর

আপডেট : ১৫ আগস্ট ২০২০

ভূঞাপুরে জাতির জনকের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত


নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, কাঙালী ভোজ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।

শনিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম এডভোকেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ আব্দুল মজিদ মিয়া প্রমূখ।

এদিকে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী। অনুষ্ঠানে অর্ধনমীত পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু ও শহীদ হওয়া সকলের প্রতি দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক খ. মোহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য, ও শিক্ষকমন্ডলী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১