বাংলাদেশের খবর

আপডেট : ১৫ আগস্ট ২০২০

দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত


যথাযোগ্য মর্যদায় দাগনভূঞায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত হচ্ছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুমা জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার প্রমুখ।

এ সময় ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১