বাংলাদেশের খবর

আপডেট : ১৫ আগস্ট ২০২০

সুন্দরবনের কটকা অভায়রণ্য কেন্দ্রের ওসির বিরুদ্ধে কিশোরকে নির্যাতনের অভিযোগ


সুন্দরবন পূর্ব বিভাগের কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)  আবুল কালামের বিরুদ্ধে ইমাম হোসেন নামে ১২ বছর বয়সী এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই কিশোরকে শরনখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

আহত শিশুর পরিবারের অভিযোগ, গত ৮ আগস্ট সুন্দরবনের পারমিট নিয়ে গ্রামবাসী ও স্বজনদের সাথে সাগরে ইলিশ আহরণে যায় কিশোর ইমাম হোসেনসহ ১০ জন । পরে অবৈধভাবে অভায়রন্য এলাকায় প্রবেশের দায়ে তাদের আটক করা হয়। ১০ আগস্ট ৯ জন জেলেকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠায়। কিশোর ইমাম হোসেনকে কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালাম তাকে পরিবারের কাছে হস্থান্তর না করে আবার বনে নিয়ে যায়। সেখানে চারদিন আটকে রেখে খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। চারদিন পর ১৪ আগষ্ট রাত সাড়ে আটটায় শরনখোলা রেঞ্জ অফিসে কিশোর ইমাম হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর করে বন বিভাগ।

শরনখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক আরিফুল ইসলাম রাকিব বলেন, কিশোর ইমামের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও সে মানসিক ভীতির মধ্যে রয়েছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।

এ বিষয়ে সুন্দরবন অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)  আবুল কালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভিাগীয় বন কর্মকর্তা (ডিএঢফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সবার উপস্থিতিতে ছেলেটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্যাতনের বিষয়টি সঠিক নয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১