বাংলাদেশের খবর

আপডেট : ১৮ আগস্ট ২০২০

কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু


করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় মৃত্যুর মিছিল থামছে না । গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন । এদের সবাইর বয়স ষাটর্দ্ধো।

মৃতরা হলেন জেলার সদর উপ জেলার শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), বরুরা উপজেলার বঁশতলি গ্রামের কলপনা রানি পাল (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), কালির বাজার এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২) , লালমাই উপজেলার আবদুর জাব্বার (৭৩) এবং একই উপজেলার সেয়দ পুর গ্রামের একে এম সিরাজুল ইসলাম(৭৫) ।

গত ৭৪ দিনে এই হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে । বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে একই হাসপাতালে ভর্তি আছেন ১২১ জন ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে এসব তথ্য জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১