বাংলাদেশের খবর

আপডেট : ২৬ আগস্ট ২০২০

টেকনাফে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা  আটক


কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং  পুটিবুনিয়া ক্যাম্পে অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)  সদস্যরা। মঙ্গলবার দুপুরে  ২২ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের ধরা হয়।

ধৃতরা হলেন,  রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা  জাফর আলম, মো. আলম, আবদুর রহমান, মো. সাদেক, মো. আমিন।  

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে একই দিন সকালে ক্যাম্পের ত্রাস ‘হাকিম ডাকাত  ও আল-মাহাদি’ নামে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল

 ‘আল-মাহাদি’ নামে নতুন গ্রুপকে  ঘিরে কয়েকদিন ধরে ক্যাম্পে সংর্ঘষের ঘটনা ঘটছে।  

এসব তথ্য নিশ্চিত করে পুটিবুনিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশ চৌকির এসআই মো. আনোয়ারুল হোসেন বলেন, ‘তারা ক্যাম্পের  বাসিন্দাদের সহায়তায় ছয় জন রোহিঙ্গা পাহাড়ি ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘কয়েকদিন ধরে ওই ডাকাত দলের মধ্যে গোলাগলির ঘটনা ঘটছে। এরই সুত্র ধরে আজ মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১