বাংলাদেশের খবর

আপডেট : ৩১ আগস্ট ২০২০

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৪


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৭৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২৮১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ।

আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৯ শতাংশ।

এছাড়াআও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ০৪ হাজার ৮৮৭ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৪ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১