বাংলাদেশের খবর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০

কাউখালীতে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা


পিরোজপুরের কাউখালীতে ২ ব্যবাসয়ীকে নিষিদ্ধ প্রসাধনী ও অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।  সোমবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ওই অভিযান চালিয়ে এ জরিমানা করেন।  

ভোক্তা অধিকার সংরক্ষণের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মো. শোয়াইব মিয়ার নেতৃত্বে উপজেলার দক্ষিণ বাজারে ওই অভিযান পরিচালিত হয়। এ সময় নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগে দক্ষিণ বাজারের বাপ্পি স্টোরকে ১০ হাজার ও  অতিরিক্ত দামে সার বিক্রি করায় অভি এন্ড অমি ব্রাদার্সকে  ২০  হাজার টাকা জরিমানা করেন।  

ভোক্তা অধিকার সংরক্ষনের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া জানান, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি ও নিষিদ্ধ নিম্মমানের কসমেটিক্স বিক্রির অভিযোগে বাপ্পি ষ্টোরকে ও অভি এন্ড অমি ব্রাদার্সকে  জরিমানা করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১