বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০

ভূঞাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি 


টাঙ্গাইলের ভূঞাপুরে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জনসহ নতুন করে আরো ৭জন কোভিড১৯ এ আক্রান্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬২ জনে।

নতুন আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন, বীরহাটীর ১জন, বীরামদীর ১জন, ফলদা ২জন এবং ভাদুরীর চর গ্রামে ১ জন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ জানান, বুধবার  উপজেলায় নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬২ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে  মৃত্যু হয়েছে দুইজনের।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৯৯ জন।বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে  চিকিৎসাধীন রয়েছে ৬১জন।

তিনি আরো বলেন, স্বাস্থ্য বিধি মেনে না চললে আরো অবস্থা খারাপ হতে পারে।

এদিকে বিভিন্ন হাটবাজার, দোকানপাট শপিং মল আগের মতই জমজমাট চলছে।সাধারণ মানুষের মাঝে নেই কোন সচেতন তার বালাই।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১