বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০

পাঁচবিবিতে দাম নিয়ন্ত্রণে ইউএনওর বাজার মনিটরিং


ভারত সরকার অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ দেশের পাইকারি ও খুচরা বিক্রেতাসহ সাধারণ ক্রেতারা। পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে আড়ৎদার ও পাইকারি বিক্রেতারা পেঁয়াজের কৃত্তিম সংকট দেখিয়ে যেন মূল্যবৃদ্ধি করতে না পারে এজন্য বাজার মনিটরিং করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন।

পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতাদের উদ্দেশ্যে তিঁনি বলেন, দেশে এখনও যথেষ্ঠ পরিমাণে পেঁয়াজের মজুত রয়েছে। দাম বৃদ্ধির কোন সুযোগ নাই। পেঁয়াজের আড়ৎদাররা যেন সিন্ডিকেট গঠন করতে না পারে এজন্য বাজার ব্যবসায়ী সংগঠনের নেতাদের সর্তক থাকার পরামর্শ দেন তিঁনি।

গতকাল মঙ্গলবার বিকালে ঘন্টাব্যাপী নির্বাহী অফিসার পাঁচবিবি বাজারে সরেজমিনে গিয়ে পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রত্যেক দোকানদারদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এছাড়া কোনো দোকানদার যদি ক্রেতা সাধারনদের নিকট থেকে দাম বেশী নেয় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১