বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০

পেঁয়াজ বিক্রিতে ৫ টাকার অতিরিক্ত মুনাফা করলেই ব্যবস্থা


কুমিল্লায় পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার যৌথ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ও দোকান মালিক সমিতির। পেয়াজের দাম ক্রয় মুল্যের সাথে পরিবহন খরচ ও আনুষাঙ্গিক খরচ যুক্ত করে ৫ টাকা মুনাফার বেশি দরে বিক্রি করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ও আড়তদারদের সাথে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত নেন জেলা প্রশাসন।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পেয়াজের আড়তদার ও বিক্রেতারা ক্রয় রশিদ রাখতে হবে। রশিদ ছাড়া অতিরিক্ত মূনাফা লাভের আশায় পেয়াজ মজুদ করলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন, সহসভাপতি রেজাউল করিম ও আমিনুল ইসলামসহ পেয়াজের আড়তদার ও পাইকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১