বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০

ব্যাংক এশিয়ার সঙ্গে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল লি. এর ৭০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর


ব্যাংক এশিয়া লিমিটেড লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এর সাথে ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোবহান এবং ব্যাংক এশিয়া লিমিটেড এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী সহ ঋণ প্রদানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী ব্যাংকসমূহের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া লি., ঢাকা ব্যাংক লি., ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., পূবালী ব্যাংক লি., সোস্যাল ইসলামী ব্যাংক লি. এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১