বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভূমি অফিসের কর্মকর্তা নিহত, স্ত্রী আহত


কুষ্টিয়ায় শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪৬ ) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

শুক্রবার রাতে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাটিকাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হাফিজুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাটিকাবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হাফিজুর রহমান ঘটনাস্থলে মারা যান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন এবং তার আহত স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১