বাংলাদেশের খবর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০

সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে প্রবাসী যাত্রীদের বিক্ষোভ


পহেলা অক্টোবর থেকে বাংলাদেশ বিমানকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব। তবে এখনো ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। এদিকে আজও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন প্রবাসী যাত্রীরা। গত চারদিন ধরেই সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করে বিক্ষোভ করছেন যাত্রীরা। জটিলতা দূর করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে  সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়। 

এর আগে, সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।

প্রসঙ্গত, ঢাকা-সৌদি আরব ৭টি ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছিলো সৌদিয়া এয়ারলাইন্স। প্রাথমিকভাবে দুটির অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। কিন্তু বিমান বাংলাদেশকে সৌদি সরকার ফ্লাইটের অনুমতি না দেয়ায়, সৌদিয়া এয়ারলাইন্সের অনুমোদনও বাতিল করে বেবিচক।

এদিকে, ভিসার মেয়াদ অনেকেরই প্রায় শেষের দিকে, তাই তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১