বাংলাদেশের খবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০

জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান


জলবায়ু পরিবর্তন ও করোনা সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

মঙ্গলবার যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন ও করোনা বৈশ্বিক হুমকি। ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে এসব ঝুঁকি মোকাবিলা করতে হবে।  

ক্লাইমেট ভারনারেবল ফোরামের সভাপতি শেখ হাসিনা লিখেছেন, গত মাসে বাংদেশের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে যায়। প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। লাখ লাখ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ভেসে যায়। ফলে লাখ লাখ মানুষের জন্য এ বছর খাদ্য সহায়তার প্রয়োজন হবে।

এদিকে, করোনায় লকডাউনে দেশের বস্ত্রশিল্প ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনেক দেশের মতো বাংলাদেশও লাখ লাখ মানুষের জীবন, স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও অর্থনীতিকে সুরক্ষিত করার চেষ্টা করছে।

শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছাড়া বিশ্ব সফলভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামাল দিতে পারবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১