বাংলাদেশের খবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০

১৩ ঘণ্টার পর ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চালু


বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এই ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা।

তিনি জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেনের কয়েকটি বগি বৃহস্পতিবার বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে দুই নম্বর রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবরে পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরুর পর বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রাত ২টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান মোস্তফা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১