বাংলাদেশের খবর

আপডেট : ০৭ অক্টোবর ২০২০

পাকিস্তান সফরে যাবে চার বড় দল 


ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আশা ছেড়েই দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্তত মোদি সরকারের আমলে এই সিরিজ আয়োজন সম্ভব নয় বলেছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। তাই ভারত বাদে বড় চার দলের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা পিসিবির। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পাকিস্তানে আনার পরিকল্পনার কথা বললেন পিসিবির সিইও।

শেষবার ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বহু আগে। এরপর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সমস্যার কারণে আইসিসির কোনো ইভেন্ট ছাড়া আর খেলা হয়নি এই দুই দলের। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকবারই বিসিসিআইকে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। তবে বিসিসিআই তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিরিজ খেলার জন্য বিসিসিআইকে আর প্রস্তাব পাঠাবে না পিসিবি সেটি সাফ জানিয়ে দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১