বাংলাদেশের খবর

আপডেট : ০৮ অক্টোবর ২০২০

আখাউড়ায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রলয় নামের ফেইসবুক ভিত্তিক শিক্ষার্থীদের একটি সংগঠনের ব্যানারে পৌর শহরের এড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। একই সাথে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রলয়ের আহ্বায়ক শাহরিয়ার হাসান। কর্মসূচি চলাকালে বিভিন্ন পর্যায়ের শ্রেণি পেশার লোকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকৃষ্ণ ননীয়া, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদ্রত বণিক, প্রভাষক সৌমিত্র সাহা, ছাত্রলীগ সহ-সভাপতি নাজম‍ুল হাসান তানভীর, রক্তদান সংগঠন আত্মীয় প্রতিনিধি শেখ দিপু প্রমুখ।

বক্তারা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। একের পর এক শিশুসহ নারীরা ধর্ষিত হচ্ছে। কিন্তু তাদের শাস্তি দেওয়া যাচ্ছে না। যার কারণে ধর্ষকরা সাহস পেয়ে এসব ঘটনা করে যাচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন ধর্ষণের বিরুদ্ধে এখনই সকলকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রইিব্যুন্যালের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহবান জানান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১