বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০২০

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিকুল


সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ সোমবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম অসুস্থ বোধ করায় রোববার সকালে কোভিড টেস্টের জন্য নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়। তারা দু'জনেই করোনা পজেটিভ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবার রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো ডিএনসিসির মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। গত ১৩ মে ঢাকা তিনি ডিএনসিসির মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১