বাংলাদেশের খবর

আপডেট : ১৬ অক্টোবর ২০২০

লৌহজংয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে ১ মাসের জেল


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে ১ মাসের জেল ও দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মালির অঙ্কে ডাকবংলতো স্থাপিত ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।

শুক্রবার ভোরে মাওয়া নৌপুলিশের পরিদর্শক সিরাজুল কবিরের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার জালসহ ২০ জেলেকে আটক করা হয়। আর আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক জেলেদের সবাই বৃহত্তর ফরিদপুর ও বরিশালের বাদিন্দা।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান, মো. ইলিয়াস শিকদার ও বিকাশ চন্দ্র বর্মন।

এর আগে বৃহস্পতিবার পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে ১ বছরের জেল প্রদান ও দু'জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১