বাংলাদেশের খবর

আপডেট : ১৯ অক্টোবর ২০২০

৫ দফা দাবি আদায়ে চৌদ্দগ্রামে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মানববন্ধন


‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে কর্মবিরতি ও প্রতিবাদী মানববন্ধন করেছে উপজেলা ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন।

আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ইদ্রিস পাটোয়ারী, উপদেষ্টা রাজিব, সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, অর্থ সম্পাদক দোলন সরকার, প্রচার সম্পাদক জামাল হোসেন, সদস্য আরমান, ফরহাদ, সায়ীদ, জাহিদ, গুলজার, রেজাউলসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভগণ।

এসোসিয়েশনের দাবিগুলো হলো; সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মুল্যস্থীতির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতামালা প্রদান, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১