বাংলাদেশের খবর

আপডেট : ১৯ অক্টোবর ২০২০

সারা দেশে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


খাদ্য দিবস উপলক্ষে ওব্যাট হেলপার্সের উদ্যোগে সারা দেশে প্রতিবন্ধীদের পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুর, চট্রগ্রাম, খুলনা, রংপুর, বগুড়া, সৈয়দপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১৫ কেজি চাল, ১০ কেজি আটা, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি পেয়াজ, আলু ৫ কেজি, ১ কেজি লবন, ২৫০ গ্রাম দুধ, ২৫০ গ্রাম চা পাতা দেওয়া হয়েছে।

ওব্যাট হেল্পার্স ও আএসডিসিএম'র প্রকল্প ব্যবস্থাপক সোহেল আক্তার খান বলেন, গত ১৬ অক্টোবর ছিল বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষেই আজ আমাদের এ উদ্যোগ। লকডাউন সরে গেলেও মানুষের অভাব কিন্তু রয়েই গেছে। বিশেষ করে যাদের পরিবারে প্রতিবন্ধী রয়েছেন তাদের কষ্ট আরো বেশী। আমরা মনে করি আমাদের এমন উদ্যোগ অন্যদেরও প্রতিবন্ধীদের পাশে দাড়াতে উদ্বুদ্ধ করবে।

এ বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ওব্যাট থিংক থ্যাংকের সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১