বাংলাদেশের খবর

আপডেট : ২২ অক্টোবর ২০২০

দাফনের সময় কেঁদে ওঠা নবজাতকের মৃত্যু


দাফনের সময় কেঁদে ওঠার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া নবজাতক মরিয়ম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বুধবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চা মিয়া জানান, দাফনের সময় কেঁদে ওঠা নবজাতক মরিয়ম রাত ১১টা ৪০ মিনিটে মারা গেছে। গত পাঁচ দিন ধরে সে হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন ছিল।

এর নয় দিন আগে স্ত্রী শাহিনুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করান স্বামী ইয়াসিন মোল্লা। ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা শাহিনুর শুক্রবার ভোরে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তান প্রসব করেন। তবে জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর সনদে চিকিৎসকরা জানান, নবজাতকটি মৃত অবস্থাই জন্ম নিয়েছে। 

পরে ওই নবজাতককে একটি প্যাকেটে ভরে তার বাবা ইয়াসিন দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান। কবরস্থানের লোকজনের দাফন-কাফন বাবদ দাবি করা টাকা না থাকায় নবজাতককে বসিলা কবরস্থানে নিয়ে যান তিনি। সেখানে দাফনের আগে আগে নবজাতকটি কেঁদে ওঠে। পরে দ্রুত আবার তাকে ঢামেকে নেওয়া হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১