বাংলাদেশের খবর

আপডেট : ২২ অক্টোবর ২০২০

দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিহত পিয়েল সংগৃহীত ছবি


ফেনীর দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মনিরুল ইসলাম পিয়েল (৩৫)।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত পিয়েল দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউপির ওমরাবাদ মুন্সিবাড়ীর ডা. আলমগীরের ছেলে। তিনি সজিব গ্রুপের নোয়াখালী-লক্ষীপুর জোনের ম্যানেজার ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নোয়াখালী থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পিয়েল।

পথে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার প্রান্তসীমায় সেবারহাট বাজারসংলগ্ন স্থানে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এর পর তাকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১