বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০২০

পদ্মায় নৌকা ডুবি, ভেসে যাওয়া ২ কিশোরকে অক্ষত উদ্ধার


মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কলিকালেরচর সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে ৬ জেলে সহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ইঞ্জিন চালিত নৌকায় ওই জেলেরা মাছ ধরতে গেলে পদ্মার উত্তাল ঢেউয়ে কবলে ডু্বে যায় নৌকাটি।

এসময় নৌকায় থাকা ৪ জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও নদীতে ভেসে যায় দুই কিশোর। পরে ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করেছে মাওয়া নৌপুলিশ ফাড়ির সদস্যরা। উদ্ধারকৃতরা হলেন, মোঃ ইসমাইল (১৩), মোঃ হৃদয় (১৬) তাদের দুজনের বাড়িই লৌহজং উপজেলার গাওদিয়া এলাকায়।

মাওয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, নৌকা ডুবির খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হয়। স্থানীয় সহযোগিতায় বেসে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তারা অক্ষত রয়েছে। তবে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা যায়নি। নৌকায় করে এসব জেলে অবৈধভাবে ইলিশ শিকার করতে নদীতে গিয়েছিলো।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১