বাংলাদেশের খবর

আপডেট : ২৪ অক্টোবর ২০২০

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দিল যুক্তরাষ্ট্র


করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটার দিল যুক্তরাষ্ট্র। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন দূতাবাসের উপ-মিশন প্রধান ওয়াগনার।

যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার ইউএসএআইডি-এর টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, ১০০টি ভেন্টিলেটর বাংলাদেশে এসে পৌঁছেছে। এগুলো একেবারে নতুন, মানসম্পন্ন মেশিনগুলো অগণিত জীবন বাঁচাতে পারে কারণ আমরা সবাই একসঙ্গে কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে চেষ্টা করছি।

এর আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১