বাংলাদেশের খবর

আপডেট : ২৬ অক্টোবর ২০২০

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী নোবেল পাওয়ার যোগ্য


বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সেটা টোনডিকসান বলেছেন, সরকারের কূটনৈতিক তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের নিজ দেশে (মিয়ানমারে) প্রত্যাবর্তন করতে পারবেন। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ এবং অন্য দেশগুলোর চাপের কারণেই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। অল্প দিনের মধ্যেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু হবে। দুর্যোগের সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী যে মানবিকতার পরিচয় দিয়েছেন, সে জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। কুমুদিনী পরিবারকে তাদের সেবা দানের জন্য তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহা রায়বাহাদুরের নিজ গ্রাম মির্জাপুর সাহাপাড়া গ্রামে শারদীয় পূজামণ্ডপ এবং কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার, জাবেদ পাটোয়ারী, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রী মতি সাহা ও সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১