বাংলাদেশের খবর

আপডেট : ২৭ অক্টোবর ২০২০

আটঘরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে প্রদর্শনী অনুষ্ঠিত


“উন্নত স্যনিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ইং ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা কর্নারে অনুষ্ঠিত হয়েছে।

এসময় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফুয়ারা খাতুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিউর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুখশানা কামরুনাহার, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, সহকারি প্রোগ্রামার রকনুজ্জামান, সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, সুলতান মাহমুদ, সহকারি প্রোগ্রামার (বেনবেইস) রায়হান কিবরিয়া রনি, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, মাহবুবা খাতুন মায়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১