বাংলাদেশের খবর

আপডেট : ০৩ নভেম্বর ২০২০

কালুখালীতে ইলিশ রক্ষা অভিযান, ৮ জেলে আটক


রাজবাড়ীর কালুখালীতে চলমান ইলিশ রক্ষা অভিযানের ২০ তম দিনে ৮জন জেলে আটক করা হয়েছে।

২০তম দিনে সারাদিন ও রাতে অভিযানে কালুখালী উপজেলার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ১ টি মাছ ধরা নৌকা বিকল এবং ১৩ কেজি ইলিশ জব্দ করে অসহায় গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন। সার্বিক দায়িত্বে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু এছাড়াও কালুখালী থানা পুলিশের একটি টিম সহযোগীতা করেন।

এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সরকারী নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান চলবে। আর মাত্র ২ দিন নিষেধাজ্ঞা বাকি আছে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১