বাংলাদেশের খবর

আপডেট : ০৩ নভেম্বর ২০২০

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স আরোহী নিহত, আহত ৩


কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ইবি থানার লক্ষীপুর বিত্তিপাড়ার ১১ মাইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি অ্যাম্বুলেন্স লক্ষীপুর-নিয়তমোড়ে পৌঁছালে বিএডিসির পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ, যোগ করেন এসআই।

এ ঘটনার পর দীর্ঘ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সেখানে সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে।

তিনি জানান, পাবনা থেকে প্রতিবন্ধীদের নিয়ে যশোর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষীপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া অভিমুখে আসা বিএডিসির একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। ৩ জন আহত হয়। ১ জন গুরুতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

ওসি বলেন, প্রথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চালক ছাড়া হতাহতরা সবাই প্রতিবন্ধী।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটি বিএডিসির সরকারি বীজ পরিবহনকারী। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায় বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১