বাংলাদেশের খবর

আপডেট : ১৭ নভেম্বর ২০২০

ক্যানসারে আক্রান্ত বাদল রায়


আগেই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ অবশ হয়েছিল। এবার তো পেটে ব্যথাসহ নানা উপসর্গে কিছুদিন ধরে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন সাবেক ফুটবল তারকা বাদল রায়। দিনকে দিন তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডায়ালাইসিস করতে হচ্ছিল।

রোববার যকৃতে ক্যানসার ধরা পড়েছে। তাও স্টেজ-৪ অবস্থা। স্কয়ার হাসপাতালের ডাক্তাররা আশা অনেকটা ছেড়েই দিয়েছেন।

জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার বলেছেন, ‘বাদলের অবস্থা অনেক খারাপ। ডাক্তার সিটি স্ক্যানের পর যকৃতে ক্যানসারের অস্তিত্ব পেয়েছে। সেখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছে। বিদেশে নিলেও কোনো লাভ হবে না। এখন ওর শরীরে পানিও জমে গেছে মনে হলো। কথা সেভাবে বলতে পারে না। জড়িয়ে যায়। ডাক্তার বলে দিয়েছে বেশিদিন বাঁচানো কঠিন হয়ে পড়েছে।’

বাদল রায় আশির দশকে মোহামেডান স্পোর্টিংয়ে কৃতিত্বের সঙ্গে খেলেছেন। জাতীয় দলেও ছিল সমান আধিপত্য। ছিলেন অধিনায়কও। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক হিসবে সুনাম কুড়িয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১