বাংলাদেশের খবর

আপডেট : ২২ নভেম্বর ২০২০

কুমিল্লা ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩


কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জেলার বুড়িচং ও সদর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক ও এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলার সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর এলাকায় থেকে এ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে ফেন্সিডিল ও গাঁজা পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় এ্যাম্বুলেন্স ও সিএনজি তল্লাশি করে ২শ ৮১ বোতল ফেন্সিডিল ও ১৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত স্বপন মিয়া জেলার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

এদিকে, জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩হাজার ৯শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত শাহিন জেলার বুড়িচং উপজেলার চরনল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ও জসিম উদ্দিন নোয়াখালী জেলার সদর উপজেলার উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১