বাংলাদেশের খবর

আপডেট : ২২ নভেম্বর ২০২০

মানিকগঞ্জের তেরশ্রীতে গণহত্যা দিবস পালিত


মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে ‘তেরশ্রী গণহত্যা’ দিবস পালিত হয়েছে। ‘তেরশ্রী গণহত্যা’ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণির মানুষ রোববার (২২ নভেম্বর) সকালে শহীদ স্মৃতি স্তম্ভে পতাকা উত্তোলন, ফুলেল শুভেচ্ছা ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ২২ নভেম্বর ঘিওর উপজেলায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ওই দিনে তেরশ্রী এস্টেটের জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তৎকালীন তেরশ্রী কলেজের অধ্যক্ষ মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদাররা।

হানাদার বাহিনী ১৯৭১ সালে এ দেশীয় দোসরদের সহযোগিতায় তেরশ্রী বাজারসহ চারটি গ্রামের ঘুমন্ত মানুষের ওপর গুলি চালায় ও পেট্রল ঢেলে পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১