বাংলাদেশের খবর

আপডেট : ২২ নভেম্বর ২০২০

বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে প্রথম স্থান অর্জন হাউস বিল্ডিংয়ের


অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) দপ্তর/সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম ক্যাটাগরিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) “প্রথম স্থান” অর্জন করেছে। গত ১৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীসহ অন্য প্রতিষ্ঠানের অফিস প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিএইচবিএফসি’র এ সাফল্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বর্তমান সরকার এপিএ ও শুদ্ধাচার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করায় বিএইচবিএফসি’র প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী শুরু থেকেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সরাসরি যুক্ত থেকে সব সূচকসমূহ অর্জনের ক্ষেত্রে নিবিড় তদারকিসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও কার্যকরী ভূমিকা পালন করেন। 

এছাড়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, এপিএ টিম এবং সংশ্লিষ্ট বিভাগ/অফিস বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। বিএইচবিএফসি’র সদ্য প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীর ব্যক্তিগত ঐকান্তিক প্রচেষ্টায় করোনা মহামারীর মধ্যেও কর্পোরেশন ঈর্ষনীয় সাফল্য অর্জন করায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অর্জনের স্বীকৃতি তাঁর নামে উৎসর্গ করা হলো।    


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১