বাংলাদেশের খবর

আপডেট : ২৩ নভেম্বর ২০২০

পূর্বধলায় বিষপানে নারী মৃত্যু


নেত্রকোণার পূর্বধলায় কীটনাশক পানে বানু আক্তার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার  দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 নিহত উপজেলা সদর ইউনিয়নের বারধার গ্রামের সাবেক ইউপি সদস্য ইছব আলীর স্ত্রী। পূর্বধলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভারপ্রাপ্ত আরএমও ডা. আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বানু আক্তার দীর্ঘ দিন যাবত মাথা ব্যাথাসহ মানসিক সমস্যা ভোগছিলেন। এ জন্য তিনি অনেক চিকিৎসাও করিয়েছেন। বেশ কিছুদিন যাবত ভালোই চলছিল। গতকাল রোববার সকালে হঠাৎ নিজ ঘরে সবার অজান্তে কীটনাশক পান করে ফেলেন। পরে বমি করতে থাকলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে আজ মারা যায়।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছেন কিন্তু বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১